পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার শ্যামসুন্দরে নবনির্বাচিত বিধায়ক শম্পা ধাড়ার হাত ধরে আজ জনসেবা কার্যালয় স্থাপিত হলো। সকাল ৮ টা থেকে সেখানে নবনির্বাচিত বিধায়ক শম্পা ধারা, ব্লক সভাপতি বামদেব মণ্ডল সহ ব্লকের সকল নেতৃত্ব থাকবেন। এলাকার জনসাধারণ নিজেদের অভাব অভিযোগ নিয়ে জনসেবা কার্যালয়ে এসে বলবেন।এখান থেকে সমস্যার সমাধান করা হবে।
এদিন শম্পা ধাড়া বিপুল ভোটে জয়লাভ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সারা রায়নার বাসিন্দাদের। কিছু কিছু বুথে সমস্যা থাকার জন্য পিছিয়ে গিয়েছে তৃণমূল।সেইসব সমস্যা গুলি নির্ধারণ করে সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন নবনির্বাচিত বিধায়ক। এছাড়া রমজান মাসে সংখ্যালঘু মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করার চেষ্টা করছেন বলেও জানালেন তিনি। অন্যদিকে আবার, রায়নার তৃণমূল কর্মীদের ওপর হামলা করা নিয়েও ক্ষোভ উগরে দিলেন শম্পা ধারা। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন। মুখ্যমন্ত্রীর পাশে থাকার জন্য সাধারন মানুষকে ধন্যবাদ জানান তিনি।