প্রতিনিধি,দুর্গাপুর:- মানুষের সচেতনতা না ফিরলে এই অতিমারির সংক্রমন রোখা কার্যত অসম্ভব।এমনই ছবি উঠে এল আমাদের ক্যামেরায়।দুর্গাপুরে সিটি সেন্টার ফাঁড়ির কাছেই রাস্তার ধারে পড়ে রয়েছে ব্যাবহার করা পিপিই কিট,পড়ে রয়েছে গ্লাভস,মাস্ক।কেউ বা কারা রাস্তার ধারে এভাবেই ফেলে দিয়ে গেছে পিপিই কিট।ফলে সংক্রমন ছড়ানোর সম্ভাবনা প্রবল।খবর পেয়ে সিটি সেন্টার পুলিশ ফাঁড়ির দুই কর্মী পিপিই কিটে আগুন ধরিয়ে তা নষ্ট করে দেয়।কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কবে সচেতন হবে ?