প্রতিনিধি,বর্ধমান:- ফের ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরালো শাসকদল তৃণমূল কংগ্রেস।রবিবারের পর সোমবার একদল বিজেপি কর্মী সমর্থক বাড়ি ফিরলো।এদিন পূর্ব বর্ধমানের হটুদেওয়ানে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘর ছাড়া বিরোধীদের ঘরে ফেরায়।রাজ্যজুড়ে ভোট পরবর্তী সংঘর্ষ চলেছে বিভিন্ন এলাকায়। অনেক মানুষ রাজনৈতিক কারণে ঘরছাড়া। এর মধ্যেই অন্যরকম দৃষ্টান্ত দেখালো পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।গতকাল বর্ধমান শহরের কাছে রায়ান গ্রামের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো হয়।২ মে ভোটের ফল ঘোষণার পর এই এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী ঘরছাড়া ছিলেন।এদিন ঘর ছাড়া কুড়ি জন বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে বর্ধমান ১ নম্বর ব্লকের হটুদেওয়ান তৃণমূল কংগ্রেস কর্মীরা।
ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই প্রাণে বাঁচতে শাসক দলের আতঙ্কে বিরোধী দের গৃহত্যাগের ঘটনা এই প্রথম না।এই চিত্র দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনেও আকচার হয়েছে।কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই ট্রাডিশন সমানে চলছে। বর্তমানে তার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি গোটা বাংলায়।বিরোধীদের ঘর ছাড়ার পাশাপাশি বিরোধীদের উপর অত্যাচারের ছবি বাংলা সহ গোটা দেশের মানুষ দেখছেন প্রতিদিন।ভোটের ফলাফল ঘোষণার পরই শাসক দলের আতঙ্কে ঘরছেড়ে পালিয়ে ছিলেন বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির হটুদেওয়ান এলাকার প্রায় ২০ জন বিজেপি কর্মী সমর্থক।