প্রতিনিধি,দুর্গাপুর ও কাঁকসা:-ভ্যাকসিন নিয়ে চুড়ান্ত হয়রানির শিকার সাধারন মানুষ । দুর্গাপুর মহকুমা হাসপাতালের ছবিটা প্রায় প্রতিদিনের মতনই । তার ওপর আবার নতুন অভিযোগ , কিছু পরিচিত মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে , অথচ ভোররাত থেকে লাইনে দাঁড়ানো মানুষ ভ্যাকসিন পায়নি । হাসপাতাল সুপার ডা: ধীমান মন্ডল জানান , এই অভিযোগ মিথ্যে , যেটুকু ভ্যাকসিন অবশিষ্ট ছিল তা আজ দেওয়া হয়েছে , কিন্তু অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায় ।
অন্যদিকে,করোনার ভ্যাকসিন পর্যাপ্ত নেই যার কারণে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল থেকে টোকেন বিলি বন্ধ রাখা হয়েছে।নোটিশ দিয়ে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বিপাকে পড়েছেন করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা সাধারণ মানুষ।সকাল থেকেই বহু মানুষ ভিড় জমান ভ্যাকসিন নেওয়ার জন্য। কিন্তু যে সমস্ত মানুষেরা টোকেন পেয়েছে তাঁদের জন্য এখনো পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় নিত্যদিন প্রায় ১০০জন করে সাধারণ মানুষকে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হোচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।