কোভিড সংক্রমণের কারণে কোনো রোগীকে নিয়ে তার পরিবার যদি সমস্যায় পড়েন তবে সরাসরি তার সঙ্গেই যোগাযোগ করতে বললেন নবনির্বাচিত বিধায়ক খোকন দাস। এদিন তিনি বর্ধমান শহরের ও আশেপাশের নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ করেন।।তিনি অবিলম্বে যে সব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এসেছে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।
কোভিড চিকিৎসার রুগীদের জন্য অত্যাধিক টাকা নেওয়ায় নার্সিংহোম গুলির বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।এদিন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়কে চিঠি দেন বিধায়ক।এদিন খোকন দাস বর্ধমান শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিংহোম গুলির বিরুদ্ধে মুখ্য স্বাস্থ্য অধিকারিক প্রণব রায়কে অভিযোগ করে বলেন,অবিলম্বে নার্সিংহোম মালিকদের নিয়ে বৈঠক করা হোক।না হলে গ্রামের মানুষদের করোনার চিকিৎসার কারণে ঘটিবাটি বিক্রি হয়ে যাবে।
পাশাপাশি বিধায়ক খোকন দাস আরও বলেন, করোনা পজিটিভ না হলেও তাকে করোনা পজিটিভ বলে অর্থ উপার্জন করছে এই সব নার্সিং হোমগুলি। এদিন খোকন দাস জানান ; তিনদিন আগে শপথ নেবার পরই মুখ্যমন্ত্রী তাদের একমাত্র কোভিড চিকিৎসার জন্য সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন। গতকাল খোকন দাস পুরসভা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। সেখানে ঠিক হয়েছে বর্ধমান পুরসভা একটি সেফ হোম গড়ে তুলবে পুরসভার অতিথিশালায়। সেখানে চল্লিশটি শয্যার ব্যবস্থা থাকবে। সাতদিনের মধ্যে এটি চালু হবে। আজ আবার কোভিডের চিকিৎসার ক্ষেত্রে নার্সিংহোম গুলির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক। তিনি জানান; অনেক রোগী মারা যাচ্ছেন। চিকিৎসা কিছু হচ্ছেনা। কোভিড না হলেও কোভিড বলা হচ্ছে। লাগামছাড়া বিল করা হচ্ছে। খোকন দাস বলেন এসব মেনে নেওয়া যায়না। দিনরাত অভিযোগ পাচ্ছি। প্রয়োজনে যে কেউ আমাকে ফোন করুন।
পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন,বিধায়কের চিঠি পেয়েছি খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন সরকারি চিকিৎসা ব্যবস্থা এখানে যথেষ্ট ভাল। বেসরকারি ক্ষেত্রে কিছু অভিযোগ পেয়েছি। সেগুলি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।খোকন দাস বলেন প্রয়োজনে ভার্চুয়াল মিটিং করে এদের সাথে কথা বলে রোগীর পরিষেবার দিকটি নিশ্চিত করতে হবে।