Type Here to Get Search Results !

করোনা আক্রান্তদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কাঁকসা ব্লকের তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা

তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে চলছে লকডাউন, বন্ধ সমস্ত কলকারখানা থেকে অফিস। এরই ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। পাশাপাশি গত দুদিন আগে কাঁকসা ব্লকের আমলাজোরা গ্রামে করোনা পরীক্ষা করা হয় সেখানে বহু মানুষ করোনায় আক্রান্ত ধরা পড়ে। সেই সমস্ত পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল শনিবার।

কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন। এলাকায় ৩৫ জন করণায় আক্রান্ত হয়েছেন সেই সমস্ত পরিবারের সকলেই খেতমজুর। একদিকে লকডাউন চলছে তার ওপর কাজ বন্ধ। তাই সেই সমস্ত পরিবারের হাতে ৩ কেজি করে চাল, ২ কেজি আলু,৫০০ গ্রাম চিনি,২৫০ গ্রাম মুসুরির ডাল,৫০০ গ্রাম নুন,২০০ গ্রাম সোয়াবিন,৫০ গ্রাম হলুদের প্যাকেট, চা, একটি সাবান ২০০ গ্রাম সরষের তেল, এক প্যাকেট বিস্কুট দেওয়া হয় সকলের হাতে। সকলকে করোণা সচেতনতার প্রচারে সাবধান থাকার এবং সচেতন থাকার বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad