তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এলাকার মানুষের মধ্যে থেকে করোনা ভাইরাসের আতঙ্ক দুর করতে শনিবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়। এদিন প্রায় ১০০ জনের র্যাপিড টেস্ট করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন এলাকায় বহু মানুষ করোনা ভাইরাসে আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এলাকার মানুষের মধ্যে থেকে আতঙ্ক দূর করতে তাই স্থানীয় গ্রাম পঞ্চায়েত কে এই বিষয়ে আবেদন করা হলে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়।পাশাপাশি এলাকার মানুষকে করোনা সচেতনতায় কি কি করনীয় সেই বিষয়ে সচেতন করেন স্বাস্থ্যকর্মীরা।
অন্যদিকে,শনিবার কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর গ্রামে একটি শিশু শিক্ষা কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।শিবিরে প্রায় ১০০জনের করোনা পরীক্ষা করা হয় বলে জানা গেছে।
পাশাপাশি এলাকার মানুষকে মাস্ক বিলি করে সকলকে সচেতন করা হয়।গ্রামবাসীরা জানিয়েছেন এলাকাজুড়ে বহু মানুষ আতঙ্কে ভুগছিলেন।গ্রামবাসীদের আতংক দূর করতে তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য কে আবেদন করলে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ব্লক স্বাস্থ্য দফতরের সাথে কথা বলে এলাকায় বিনামূল্যে র্যাপিড টেস্টের ব্যবস্থা করেন।