এক সপ্তাহের মধ্যেই চুরি যাওয়া মাল উদ্ধার না হলেও চোর সন্দেহে এক ব্যক্তি ধরা পড়ল। চোর সন্দেহে ধৃত পুলিশ লাইনের অজয় নামের এক ব্যক্তি।গত সপ্তাহে বর্ধমানের শৈলেন্দ্রনাথ মুখার্জি মুক ও বধির স্কুল থেকে বেশ কিছু মূল্যবান জিনিস ও খাদ্যদ্রব্য চুরি হয়।
আজ সেগুলি উদ্ধার করার জন্য এগিয়ে আসেন স্থানীয় মানুষজন। চোর সন্দেহে ধৃত এক ব্যক্তিকে পাকড়াও করে পোলে বেঁধে মারধর করে স্থানীয় মানুষ জন। ধারাবাহিক ভাবে বর্ধমান শহরে চুরির ঘটনা ঘটছে।
রাতের অন্ধকারে বর্ধমান শহরের একটি মূক-বধির স্কুলে চুরি হয়।গত শনিবার রাতে ঘোড়দৌড়চটি সংলগ্ন জিটি রোডের উপর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় মূক-বধির বিদ্যালয়ের স্টোররুমে চুরি হয়।
মিড ডে মিলের চাল, চিনি সহ খাদ্যদ্রব্য সহ বাসন এবং মূল্যবান কিছু জিনিষ চুরি করে পালায় দুষ্কৃতিরা। স্কুল বন্ধ থাকায় রবিবার সকালে এই খবর প্রকাশ্যে আসে।
স্কুলের প্রিন্সিপ্যাল শ্রুতি দেবী বলেন, বেশ কিছু জিনিস চুরি হয়েছিলো। স্কুলের রক্ষী তৎপর ছিলেন চোরকে ধরতে। আজ এক ব্যক্তি ধরা পড়েন। এলাকার মানুষ এই মুক ও বধিরদের স্কুলটিকে ভালবাসেন। ছেলেটিকে মারধর করার সময় পুলিশ আসে। একটি গাড়ি সমেত ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আশা করেন এবারে চুরির কিনারা হবে।