কথায় আছে বাজার কর রাজার হালে।কোভিডে কাঁপছে গোটা রাজ্য।চলছে আংশিক লকডাউন। তবুও বাজার বিলাসী মানুষজনকে আটকানো যাচ্ছে না।তাই বাজারে ভিড় কমাতে অভিনব কৌশল নিয়েছে পুলিশ। পূর্ব বর্ধমানের
ভাতার কৃষক বাজার একটি জনবহুল স্থান। কৃষক বাজারে রয়েছে সবজী ও মাছের দোকান। ভিড় ঠেকাতে নাজেহাল ভাতার থানার পুলিশের।কার্যত পুলিশের প্রাণ ওষ্ঠাগত।
কৃষক বাজারের দু'টি গেট রয়েছে। বাজার বিলাসীদের ভিড় আটকাতে কৃষক বাজারের একটি গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন।অন্য গেট দিয়ে বাজার করতে আসা মানুষজনকে ঢোকানো ও বের করা হচ্ছে।
১০ জন করে ব্যক্তি বাজারে ঢুকে বাজার করছেন। তাদের বাজার করা হলে আবার ১০ জন করে ঢুকছেন বাজারে। তাদেরকে নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড় করানো হচ্ছে। একজন বের হলে তবেই একজনের এন্ট্রি হচ্ছে কৃষকবাজারে। এই ভাবে ভিড় ঠেকাচ্ছে পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।
লকডাউনে ব্যবসায়ীদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তবুও আইন ভাঙতেই তৎপর একশ্রেণির মানুষজন।
আরো পড়ুন:- বিজেপির করার অপরাধে ফের কানধরে ওঠবস বর্ধমানে