রাজ্যজুড়ে ভোট পরবর্তী সংঘর্ষ চলেছে বিভিন্ন এলাকায়। অনেক মানুষ রাজনৈতিক কারণে ঘরছাড়া। এর মধ্যেই অন্যরকম দৃষ্টান্ত। ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা। দিলেন চাল ডাল আর কিছুদিনের রসদ। কৃতজ্ঞতা ঘরে ফেরাদের চোখেমুখে।
বর্ধমান শহরের কাছে রায়ান গ্রাম। বিরাট এই এলাকা খুবই উন্নত। ২ রা মে ভোটের ফল ঘোষণার পর এই এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী ঘরছাড়া ছিলেন। ভয়ে আতঙ্কে থাকা পরিবারগুলিকে ভরসা জোগাতে এগিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখা জামাল।তিনি তাদের ফোন করে বাড়ি ফিরে আসতে বলেন।বাড়ি ফিরে খুশি বিজেপি কর্মী সামসের আলি। তিনি বলেন; ভয়ে ঘর ছেড়েছিলাম।জামাল ভাই যেভাবে বাড়ি ফিরে আসতে বলেন তাতে আশ্বস্ত হয়ে ফিরে এলাম। এবারে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলার কথাও ভাবছি।
অন্যদিকে শেখ জামাল বলেন ; আমাদের নেত্রী হিংসার বিরুদ্ধে। ব্লক সভাপতি কাকলি গুপ্তও আমাদের সবাইকে নিয়ে চলতে বলেছেন।ঈদের আগে বাড়ি ফিরে খুশি সবাই।অভাবীদের জন্য চাল ডাল দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখা জামাল। কথা দিয়েছেন কারো জামাকাপড় না হয়ে থাকলে তাও তারাই কিনে দেবেন।