প্রতিনিধি,বসিরহাট:- দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে তারমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী। বনগাঁ পুলিশ প্রশাসন বাগদার হেলেঞ্চাতে অভিনব পন্থায় করণা সচেতনতায় মধ্যে দিয়ে স্থানীয়ক্লাব প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হল কবিগুরুর জন্ম জয়ন্তী। রবিবার বাগদার হেলেঞ্চা বাজারে হেলেঞ্চা সবুজ সংঘের পক্ষ থেকে করোনা সচেতনতায় জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয় সঙ্গে ছিলেন বনগাঁ পুলিশ প্রশাসন। পথচলতি সাধারণ মানুষ মাস্ক না পড়লে মালা পরিয়ে তারপর পরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক। রাস্তায় ছবি এঁকে সচেতনতা বার্তা দিয়েছে সাধারণ মানুষকে বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে করোনা সচেতনতা নিয়ে বার্তা দেন বাগদার এসডিপিও এবং ওসি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে ক্লাব সদস্যরা একযোগে বাজার পরিক্রমা করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশ মতো দোকান বন্ধ এবং মাস্ক পড়বার জন্য আবেদন জানায়।