তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাজ্যজুড়ে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু এসবের পরেও হুশ নেই কাঁকসার বাসিন্দাদের। রবিবার কাঁকসা হাটে স্বাস্থ্য বিধি না মেনে সকাল থেকেই সবজি কিনতে ভিড় জমান সাধারণ মানুষ।
যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে সেখানে প্রশাসনের নিসিদ্ধাজ্ঞা না মেনেই কাঁকসার হাটে ভিড় করেন বাসিন্দারা। সকাল থেকেই কাঁকসার হাটে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। ক্রেতা থেকে বিক্রেতা অনেকেরই মুখে নেই মাক্স। অসচেতনতা ছবি ধরা পড়ল কাঁকসা হাটে।