তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে হামলার অভিযোগে কাঁকসা থেকে গ্রেফতার ৪জন।রবিবার ৪ অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৬শে এপ্রিল কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং এর বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়।গভীর রাতে বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি ভাঙা হয় একটি টোটো, দুটি মোটর সাইকেল। তৃণমূলের কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে এর আগেও একবার হামলা চালানো হয়েছিলো গত বছর। হামলায় মাথা ফেটে যায় পঞ্চায়েত প্রধানের।গত মাসে ফের প্রধানত বাড়িতে হামলা চালানো হয়।প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ৪জনকে গ্রেফতার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।