তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকালে ৭ টা থেকে সকাল দশটা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি নিয়ম অনুযায়ী সকাল দশটা বেজে গেলেও কাঁকসার বিভিন্ন প্রান্তে দোকান খোলা থাকে। সেই সমস্ত দোকান গুলোকে বন্ধ করলো কাঁকসা থানার পুলিশ।
পাশাপাশি, রবিবার সকাল থেকেই কাঁকসার বিভিন্ন প্রান্তে মাইকিং করে সরকারি নির্দেশ মানার জন্য কাঁকসা থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়।