বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিল কিছু উত্তেজিত মানুষ। পূর্ব বর্ধমানের কপিবাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকেরা এই কাজ করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বর্ধমানের কালনা গেটের কপিবাগান এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় ছিল। গতরাতে সেখানে হামলা হয়। ভেঙে দেওয়া হয় অফিসটি।
জেলা বিজেপির সম্পাদক শ্যামল রায় জানান ভোটের পর থেকে বিভিন্ন এলাকায় এমন ঘটছে। কর্মীরা বাড়িছাড়া হচ্ছেন।অফিস ভেঙে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। তিনি অবশ্য বলেন অফিস ভাঙলে অফিস আবার হবে। তারা কর্মীদের সুরক্ষার কথাই আগে ভাবছেন।
তৃণমূল কংগ্রেসের নেতা নুরুল হাসান অবশ্য জানিয়েছেন এ কাজ তাদের নয়। বদলার রাজনীতি তারা করেন না। তাদের নেত্রী তাদের সেই শিক্ষাই দিয়েছেন। এ কাজ তৃণমূল কংগ্রেসের নয়।