তনুশ্রী চৌধুরী,পানাগড়:- করোনার জন্য স্বাস্থ্য বিধি মেনে পানাগড়ের দার্জিলিং মোড়ে কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করা হলো। এদিন রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান সকলে। পাশাপাশি করোনা সচেতনতার প্রচারে এদিন এলাকার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন তৃণমূল কর্মীরা।
তৃণমূল নেতা পল্লব বন্দোপাধ্যায় বলেন বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামনে রেখে সকলেই সচেতন হয়ে নিয়ম মেনেই কবি গুরুর জন্ম দিবস পালন করা হয়। এবং এলাকার মানুষকে সচেতন হয়ে সুস্থ থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করে মাস্ক বিলি করা হয় তৃণমূলের পক্ষ থেকে।