নীলেশ দাস,আসানসোল:- আসানসোল কর্পোরেশনের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস পালিত হল আসানসোলে। ২৫ শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন পালন করা হলো। ২বছর আগেও শহরে,গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায় জাকজমক পূর্ন ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হত। স্কুল, কলেজ সহ সর্বত্র মঞ্চ বেঁধে নাটক, গান, আবৃত্তি, আলোচনা সভার আয়োজন হত। রবীন্দ্র অনুরাগীরা ফুলে, মালায়, চন্দনের ফোটায় সাজিয়ে তুলত হৃদয়ের কবি-প্রানের কবি, বিশ্ব কবি বরীন্দ্রনাথ ঠাকুরকে। শাঁখ বাজিয়ে, উলু ধ্বনীতে সাড়া পড়ে যেত সর্বত্র। প্রতিবছরই রবীন্দ্র জন্মজয়ন্তীতে মহাসমারহে পালিত হতো আসানসোলের বিএনআর সংলগ্ন রবীন্দ্রভভনে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে করপোরেশন কর্মীরা সকলেই মেতে উঠত এই দিনে। গত বছর করোনা ভাইরাস থাকার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে এই দিনটি পালন করা হলেও এবছরও কোভিডের বাড়বাড়ন্ত বাড়তে থাকার জন্য এক্কেবারেই স্বাস্থ্য বিধি মেনে খুবই কম সংখ্যক অনুগামীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন আসানসোল করপোরেশনের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সহ বিভিন্ন অনুগামীরা।