তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭ টা থেকে সকাল ১০টা পর্যন্ত দোকান খোলা রাখলেও দোকানে ক্রেতাদের ভিড় জমেছে নিত্যদিন। ফলে করণা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত ছিলেন ব্যবসায়ীরা।তাই কাঁকসার ডাক বাংলো, মনোজ পল্লী, ও মিনি বাজারের ব্যবসায়ীদের করোনার ভ্যাকসিন দেওয়া হল মঙ্গলবার।
মঙ্গলবার কাঁকসার বিডিও অফিস সংলগ্ন এস এইচ জি বিল্ডিংয়ে একশোরও বেশি ব্যবসায়ীকে এদিন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়।
অপরদিকে পানাগড় বাজারের ব্যবসায়ীদের করোণা ভ্যাকসিনের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয় কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন পানাগড় বাজার উপ স্বাস্থ্য কেন্দ্রে।এদিন পানাগড় বাজারের উপ-স্বাস্থ্যকেন্দ্রে ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয় কাঁকসা ব্লক প্রশাসন।
পানাগড় চেম্বার অফ কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাধন কুমার দাস জানিয়েছেন যেভাবে বাজারে নিত্যদিন ভিড় জমছিলো তাতে আতঙ্কের মধ্যে ব্যবসা করতে হচ্ছিল ব্যবসায়ীদের। চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে কাঁকসার বিডিও-র কাছে ভ্যাকদিনের জন্য আবেদন করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের আবেদনের সাড়া দিয়ে কাঁকসা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পানাগড় বাজারের ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। তিনি জানিয়েছেন ভ্যাকসিন নেওয়ার ফলে ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে নির্ভয়ে তারা এবার ব্যবসা করতে পারবেন।