তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-অজয় নদের তীরে বিদবিহার পঞ্চায়েত এলাকার জঙ্গলের ভিতরে রয়েছে আদিবাসি গ্রাম এবং অজয় নদের চরে রয়েছে বেশ কয়েকটি গ্রাম ।ঘূর্ণিঝড় 'ইয়াস' আসার আগেই অজয় নদের মানা তালবাহারি গ্রাম থেকে পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে ৫০ টি পরিবারের ১৫০ জন সদস্যকে অঙ্গনওয়ারি এবং ফ্লাড কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ।
মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল এবং ব্লক আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা তালবাহারিতে পরিদর্শনে আসেন । কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টচার্য বলেন, তালবাহারি সেতুটি পরিদর্শন করা হয় । সেতুর অবস্থা দেখে সন্তুষ্ট জেলাশাসক । এই মুহুর্তে অজয়ে সেরকম জল নেই ফলে সমস্যা হওয়ার কথা নয়, তবে অতিবৃষ্টির ফলে জল ছাড়া হলে জল বাড়বে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন বলে জানান বিডিও । তালবাহারি গ্রামে ৫০ পরিবারের সাথে কথা বলেন জেলাশাসক।
পাশাপাশি,পঞ্চায়েত সদস্য বাপি সুত্রধর জানান পঞ্চায়েত থেকে গ্রামগুলিতে সচেতনতা আনতে মাইকিং করার কাজ করা হয়েছে । বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে । বিডিও জানান প্রতিটি দপ্তরের সাথজে আলাদা আলাদা ভাবে বৈঠক করে সব ইউনিটগুলিকেই প্রস্তুত রাখা হয়েছে এবং কড়া নজরদারি রাখা হয়েছে ।