তনুশ্রী চৌধুরী, কাঁকসা:-কাঁকসার বাঁশ কোপা টোল প্লাজা থেকে উদ্ধার হওয়া নাবালিকা কে মঙ্গলবার তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে।বিচাকরকের কাছে এদিন ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার জন্যই আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত,গত দু দিন আগে কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজা থেকে এক নাবালিকা কে উদ্ধার করে পুলিশ।পুলিশকে ওই নাবালিকা জানিয়েছিলো তাকে জোর করে বাড়ির পরিচারিকার কাজ করানো হতো।নদীয়া জেলা থেকে পার্লারে কাজ পাইয়ে দেওয়ার নাম করে দুর্গাপুরের এক দম্পতির হাতে তুলে দেয় এক যুবক।
দুর্গাপুরের ওই বাসিন্দা তাকে দিয়ে পরিচারিকার কাজ করাতো।তার সাথে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেহ ব্যবসার কাজে করাতো ওই দম্পত্তি। গত দু দিন আগে ওই দম্পতি ওই নাবালিকা কে নিয়ে বর্ধমানে যাবার পথে কাঁকসার বাঁশকোপার টোল প্লাজায় শরীর খারাপের বাহানা করার গাড়ি থেকে নেমে পালিয়ে গিয়ে পুলিশকে সব জানায়।
ঘটনাস্থল থেকে ওই দম্পতি পালিয়ে যায় গাড়ি নিয়ে। পরে ওই নাবালিকার কাছ থেকে সব জেনে ওই দম্পতিকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ।