তনুশ্রী চৌধুরী,পানাগড়:- মঙ্গলবার পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে কোলকাতা যাওয়ার সময় পানাগড় বাইপাসের সার্ভিস রোডে উঠতেই বেহাল বাইপাসের সার্ভিস রোডে বিকল হয়ে পড়ে লরিটি। এর ফলে কোলকাতা গামী রাস্তায় যান চলাচলে সমস্যা দেখা দেয়। খবর পেয়ে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা লরিটিকে অন্যত্র সরানোর চেষ্টা চালান।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে আপাতত ওই রাস্তায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার রাত থেকেই ওই রাস্তায় বিকল হওয়া লরি টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।