তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাজ্য সরকারের নির্দেশ মত ঘূর্ণিঝড় নজরদারির জন্য প্রতিটি জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সতর্ক রয়েছেন কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহীনা বেগম। সকাল থেকেই তিনি সমগ্র এলাকায় নজরদারি রেখেছেন।
যে সমস্ত জায়গায় মানুষ কাঁচা বাড়িতে বসবাস করছেন তাদের নিরাপদ স্থানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করেছেন পঞ্চায়েত প্রধান শাহিনা বেগম। তিনি জানিয়েছেন প্রশাসনের নির্দেশমতো যতটা সম্ভব হচ্ছে মানুষদের নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
ইতিমধ্যে কয়েকটি স্কুল খালি করা হয়েছে সেখানে কাঁচা বাড়িতে বসবাস করা মানুষদের তুলে এনে থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১৫ টি পরিবার এখনো পর্যন্ত তারা উদ্ধার করে থাকার ব্যবস্থা করেছেন। সমস্ত কর্মীদের তিনি সমগ্র এলাকায় নজরদারি রাখার জন্য নির্দেশ দিয়েছেন সেই মতো গোটা এলাকায় নজরদারি চলছে।