ইয়াস আসার আগেই বিপত্তি৷ বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদে একটি পুরনো বাড়ি ভেঙে আহত এক মহিলা। তার নাম পূর্ণিমা মুখার্জি। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মহিলার পুত্র শান্তিব্রত মুখার্জি জানান,বাড়িটি ১৯৬৫ সালের তৈরি।একটা দমকা হাওয়ার জেরে বাড়ির একটা অংশের পরিত্যক্ত ছাদ ভেঙে পড়ে। মা কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বর্তমানে উনি হাসপাতালে ভর্তি আছেন।
এলাকার বাসিন্দা শেখ আকবর জানান; বাড়িটি পুরনো।আমরা এসে দেখি বৃদ্ধা চাপা পড়ে আছেন। তাকে উদ্ধার করা হয়। বাকি সকলকে সরিয়ে নেওয়া হয়েছে।