নীলেশ দাস, পশ্চিম বর্ধমান:- বুধবার রাত্রে বিজেপি তৃণমূল সংঘর্ষ কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জামুড়িয়ার মদনতোড় পঞ্চায়েতের তালতোড় এলাকায় । বোমাবাজির ঘটনায় দুই দলের ৩ জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে ছটির বোমা ফাটিয়েছে দুষ্কৃতী দল বলে জানা গেছে। উত্তেজনাময় পরিস্থিতির মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী এসে উপস্থিত হয়।
মদ খাওয়া কে কেন্দ্র করে উত্তেজনা সূত্রপাত বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব, তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির কর্মী-সমর্থকেরা তাদের বাড়ি লক্ষ্য করে ছটি বোমা ফাটাই এলাকায়। বুধবার রাত্রের এই ঘটনাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী ও কমব্যাট ফোর্স হাজির হয় ঘটনাস্থলে। হাজির হয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের এই ঘটনায় আহতদের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।