সংবাদদাতা ,অন্ডাল :- অন্ডালের পড়াশকোল এলাকায় কয়েক দিন আগে ধস হয় এলাকার জামবাদ খনির কারণে বলে অভিযোগ গ্রামবাসীদের ।ধসের পর থেকেই আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন।গ্রামবাসীদের একটাই দাবি ছিল পুনর্বাসন। যতদিন পুনর্বাসন না হবে ততদিন খনির কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন গ্রামবাসীরা ।
কিন্তু বুধবার হঠাৎ খনির কাজ শুরু হয়ে যায় ।গ্রামবাসীদের অভিযোগ এলাকার তৃণমূল নেতা তথা বহুলা পঞ্চায়েতপ্রধান বীরবাহাদুর সিং আরও কয়েকজনের মদতেই খনির কাজ শুরু হয় । এক গ্রামবাসী মহিলা জানান তারা বীরবাহাদুর সিংয়ের কাছে গিয়ে জানতে চান তাদের পুনর্বাসনের কী হবে? এ কথা শুনেই তৃণমূলনেতা বীরবাহাদুর সিং মহিলাদের ওপর হাত তোলেন বলে অভিযোগ । এ খবর জানাজানি হতেই গ্রামের প্রায় সব দুয়েক বাউরি পাড়ার মানুষ রাস্তায় এসে জড়ো হয় । তাঁদের অভিযোগ এলাকার তৃণমূল নেতারা গ্রামবাসীদের কথা না ভেবে অন্যায়ভাবে খনি কর্তৃপক্ষকে মদত করছে । ঘটনাস্থলে একটা বাইকে আগুন লাগানোর ঘটনা ঘটে ।ঘটনাস্থলে যায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ।
ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেস্বরে-র বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বলেন এলাকার সিপিআইএম এর নেতাদের মদতে গ্রামবাসীরা তৃণমূলের লোকেদের উপর হামলা চালায়। মারধর করা হয় তাদের ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি বাইক ।