তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য এখনো কোনো নির্দেশ আসে নি রাইসমিল গুলিতে।তা সত্ত্বেও পারাজের 'জয়দুর্গা' নামের একটি রাইস মিলে স্থানীয় কয়েকজন ব্যক্তি গত দু দিন ধরে দাদাগিরি চালিয়েছেন বলে অভিযোগ।
মিল মালিকের অভিযোগ প্রথমে মিল বন্ধ করে দাদাগিরি করা হয়। পরে তাতে ক্ষান্ত না হয়ে চালকল মালিককে বেধড়ক মার ধর করা হয়।গোটা ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে গলসি ১নং বিডিওকে এবং গলসি থানার আধিকারিক কে নিরাপত্তার অভাববোধ করে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন ওই মিল মালিক।
প্রশ্ন উঠছে এদের পিছনে কারা রয়েছে ? যারা অভিযুক্তদের মদত দিচ্ছে। প্রশ্ন উঠছে তবে কি এলাকার বেশ কিছু ফড়েরা এর পিছনে রয়েছে ? চাষির নামে এই সব ফড়েরা সহায়ক মূল্যে ধান বিক্রি করার লক্ষ্যেই এই কাণ্ড ঘটিয়েছে ?
রাইসমিল মালিকেরা জানিয়েছেন এই ঘটনা রুখতে তারা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, কারন তারা সর্বদাই সরকারকে সাহায্য করে এসেছেন এবং নির্দেশ মেনে সর্বদা চলছেন। গলসি ১নং ব্লকের বিডিও দেবলীনা দাস জানিয়েছেন অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেওয়া হবে ।
আরো পড়ুন:- রাইসমিলে ঢুকে কিছু ফড়ে ও গুন্ডাদের হুজ্জুতির বিরুদ্ধে জেলাশাসকের দ্বারস্থ হলেন রাইসমিল মালিকেরা