প্রতিনিধি,বসিরহাট:-বসিহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের, রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের অমলেন্দু জি মহারাজ ও আশ্রমিকরা এগিয়ে আসলেন। এই এলাকায় যেসব করোনা আক্রান্ত অসহায় দুস্থ বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন তাদের কাছে তিনি খাবার পৌঁছে দিচ্ছেন। চাল ডাল আলু সেই সঙ্গে ওষুধ, স্যানিটাইজার, মাস্ক।
পাশাপাশি, করোনা নিয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন নিজেই । হাসনাবাদ ও লেবুখালী রোডের ধারে স্যান্ডেল বিল এলাকায় নিজেই রাস্তার ধারে একটি করোনা সচেতনতায় বার্তা দিয়ে ব্যানার লাগিয়ে নিজেই মাইকিং প্রচার করছেন। সব মিলিয়ে মহারাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেররা।
অন্যদিকে, অমলেন্দু জি মহারাজ বলেন, এই মহামারী কালে সবাইকে এগিয়ে আসতে হবে। একদিকে লকডাউন অন্যদিকে সুন্দরবনের প্রান্তিক মানুষ থেকে শুরু করে,দিন মজুর তারা প্রত্যেক দৈনন্দিন জীবনে কাজ হারিয়েছেন ।তাই এই লকডাউন এর সময় তাদের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন বলে মনে করি। সবাই যদি এগিয়ে আসে তাহলে এই মহামারী থেকে আমরা মুক্ত হব ।নিজে সুস্থ থাকব অপরকেও সুস্থ রাখবো।