গ্রেফতার করা হল অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জি কে। বুধবার মেমারি 2 ব্লক ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকার এর অভিযোগের ভিত্তিতে, গতকাল মেমারি থানার পুলিশ অভিযুক্ত জয়দেব মুখার্জি কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে বর্ধমান আদালতে তোলা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে মেমারি 2 ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা তার রেশন দোকানে ইনভেস্টিগেশন এ যান। খাদ্য সামগ্রী হিসাবে ভুল থাকার জন্য এবং অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তার রেশন দোকান সিল করে দেওয়া হয়।
এরপর বর্ধমান সদর দক্ষিণ খাদ্য দপ্তর এর পক্ষ থেকে অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জি কে সাসপেন্ড করা হয়। তবে রেশনের খাদ্য পরিষেবা সচল রাখার জন্য ওই এলাকার নিকটবর্তী রেশন ডিলারের মাধ্যমে অভিযুক্ত রেশন ডিলার জয়দেব মুখার্জির কাছে যে সমস্ত উপভোক্তা আছেন, তাদেরকে রেশনের খাদ্য সামগ্রী পরিষেবা দেওয়া হবে।
প্রসঙ্গত, মেমারি দু'নম্বর ব্লকে বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিগ্রাম এলাকায় রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচার এবং বিক্রির অভিযোগ ওঠে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযুক্ত রেশন ডিলারের নাম জয়দেব মুখার্জি।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। রবিবার সেই ঘটনার তদন্তে যান মেমারি 2 ব্লকের ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকার। অভিযোগ শনিবার রাতে মেমারি 2 ব্লকের বেনি গ্রামের রেশন ডিলার জয়দেব মুখার্জি গাড়িতে করে রেশন সামগ্রী পাচার করছিলেন।
সেই সময়ই গ্রামবাসিরা তাকে হাতেনাতে ধরে ফেলে। যদিও এই ঘটনার কথা প্রথমে অস্বীকার করেছিলেন রেশন ডিলার । পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ভুল স্বীকার করে নেন।