সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- পান্ডবেশ্বর বিধানসভায় এই প্রথম কোনো সেফ হোম তৈরি হল । এই সেফ হোমের উদ্যোক্তা কুমারডিহির ডিহি পার্ক কর্তৃপক্ষ । পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অধীন কুমারডিহির গ্রামে এ রকম অনেক পরিবার আছে যারা করোনা আক্রান্ত হলে বাড়িতে পরিবারের সঙ্গে থাকতে অক্ষম ।
সেই সব লোকেদের কথা ভেবেই পার্ক কর্তৃপক্ষ পার্কের একটি নতুন ভবনে চার বেডের সেফ হোম তৈরি করার সিদ্ধান্ত নেয় । একেবারে প্রাকৃতিক পরিবেশে এই সেফ হোম । এই সেফহোমে রয়েছে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা, রয়েছে স্যানিটাইজ করার ব্যবস্থা ,থার্মাল ডিটেক্টর । এ ছাড়াও এলাকার দুই বিশিষ্ট ডাক্তার বাবুরা এই সেফহোমের রোগীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ।
এই সেফ হোমের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানান । এবং উদ্যোক্তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন ।