ওয়েবডেস্ক:- এবার কোভিড টিকার ঘাটতি ও ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সঙ্কট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।করোনা-আক্রান্ত রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা দেশ জুড়ে বেড়েই চলেছে। ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্যেই মহামারী হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। কোভিড টিকার ঘাটতি ও ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সঙ্কট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।
শনিবার রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, "মোদী সিস্টেমের অপশাসনের জন্য শুধুমাত্র ভারতেই করোনার সঙ্গে-সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস মহামারী দেখা দিয়েছে।"একইসঙ্গে প্রধানমন্ত্রীকেও খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।मोदी सिस्टम के कुशासन के चलते सिर्फ़ भारत में कोरोना के साथ-साथ ब्लैक फ़ंगस महामारी है। वैक्सीन की कमी तो है ही, इस नयी महामारी की दवा की भी भारी कमी है।इससे जूझने के लिए PM ताली-थाली बजाने की घोषणा करते ही होंगे।— Rahul Gandhi (@RahulGandhi) May 22, 2021