প্রতিনিধি,দুর্গাপুর:- রাজ্যজুড়ে ক্রমশই বেড়ে চলেছে করনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ। সেইমতো দুর্গাপুরের আইনজীবীদেরও করোনার ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়।
বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাই জানিয়েছেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক এর সহযোগিতায় দুর্গাপুর মহকুমা আদালত চত্বরের মধ্যেই সমস্ত আইনজীবিদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। দুর্গাপুর মহকুমা আদালতের অধীনে প্রায় ৫০০ জন আইনজীবী কে করোনার প্রথম ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।