প্রতিনিধি,বসিরহাট:- বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকার ঘটনা ।স্থানীয় সূত্রে জানা যায় অশোকনগর এফসিআই গোডাউন থেকে ২৫০ বস্তা সরকারি রেশনের চাল নিয়ে ট্রাকটি হাড়োয়া বেড়াচাঁপা রোড ধরে মল্লিকপুর এলাকায় আসতেই হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং লক হয়ে যায় ।
সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে একটি নয়ানজুলিতে পড়ে যায় ।ঘটনা সম্পূর্ণ গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় ।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় ও পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ড্রাইভারকে গাড়ির ভিতরের কাচ ভেঙে বার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতাল এ নিয়ে যায় চিকিৎসার জন্য।
দুর্ঘটনায় আহত হয় ড্রাইভার ।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।পাশাপাশি গাড়িটির কোন সমস্যা ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।