তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে বুদবুদের মানকর অঞ্চলে কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করলেন কংগ্রেস কর্মীরা। পাশাপশি এলাকার মানুষের মধ্যে মাক্স বিতরণ করে ও সমগ্র মানকর অঞ্চলের হাট, ব্যাংকের সামনে, পোস্ট অফিসের সামনে, হাসপাতাল চত্বর, মানকর পঞ্চায়েত কার্যালয় চারপাশ, সমস্ত রেশন দোকান, রেলের টিকিট কাউন্টার, এবং করোনায় আক্রান্ত রোগীদের বাড়ির চারপাশ সহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
কংগ্রেস কর্মীরা জানান আজ প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০ তম প্রয়াণ দিবস। এই দিবসকে সামনে রেখে তারা মানকর অঞ্চলের কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। পাশাপাশি মানকর অঞ্চলে যে সমস্ত জায়গায় নিত্যদিন ভিড় জমেছে সেই সমস্ত এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়। একই সাথে এলাকার মানুষের মধ্যে মাক্স বিতরণ করে এলাকার মানুষকে করণা সচেতনতায় প্রচার করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।