তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার শেখ পাড়ায় পুলিশের মারে আহত হলো কাঁকসার শেখ পাড়ার ৫জন বাসিন্দা।কাঁকসার শেখ পাড়ার বাসিন্দারা জানিয়েছেন রবিবার রাত্রে আচমকা কাঁকসা থানার পুলিশ এলাকায় ঢুকে তান্ডব চালায়।বাড়ি ঢুকে ঢুকে এলাকার মানুষকে লাঠিপেটা পরে।ছাড় দেওয়া হয় নি মহিলাদেরও। কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় ঢুকে রীতিমত তান্ডব চালায়। আহতদের পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।কয়েকজন এলাকাবাসীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে আংশিক লকডাউন অমান্য করেই কাঁকসার শেখ পাড়ার বাসিন্দারা উল্লাসে মেতে উঠেছিলেন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় ঢুকে এলাকার মানুষকে সরায়।