পূর্ব বর্ধমানের ভাতার থানার স্বর্ণচালিদা গ্রামের রবিবার তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে। এই ঘটনায় আহত হয় দুই তৃণমূল সমর্থক। আহতদের নাম ভুবন দাস ও সোভা দাস।বিধানসভা নির্বাচনের গণনা চলাকালীন ভোটের ফলাফল নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । এরপরই প্রায় দশ বারো জন বিজেপি কর্মী সমর্থক লাঠি, বাঁশ নিয়ে ভুবন দাসের ওপর চড়াও হয় বলে অভিযোগ । মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ তৃণমূলের । এই বিষয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ভাতার বিজেপির ৩২ মণ্ডল সভাপতি প্রশান্ত মাঝি জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।