প্রতিনিধি,দুর্গাপুর:-গত পয়লা মে এর পর আবার আজ সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে তরল অক্সিজেন গেল দিল্লীর উদ্যেশ্যে। ছ'টি কন্টেনারে ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা দিল রেলের ওয়াগন । কোভিড সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লিতে সংক্রমণ ক্রমশঃ বেড়েই চলেছে। সকাল ৯.৪৫ নাগাদ দুর্গাপুরের রেলের কন্টেনার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এর সাইডিং থেকে ছাড়ল অক্সিজেন এক্সপ্রেস।
পয়লা মে-র পর আবার আজ সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে তরল অক্সিজেন গেল দিল্লীর উদ্যেশ্যে
May 03, 2021
0
প্রতিনিধি,দুর্গাপুর:-গত পয়লা মে এর পর আবার আজ সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে তরল অক্সিজেন গেল দিল্লীর উদ্যেশ্যে। ছ'টি কন্টেনারে ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে রওনা দিল রেলের ওয়াগন । কোভিড সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লিতে সংক্রমণ ক্রমশঃ বেড়েই চলেছে। সকাল ৯.৪৫ নাগাদ দুর্গাপুরের রেলের কন্টেনার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এর সাইডিং থেকে ছাড়ল অক্সিজেন এক্সপ্রেস।
Tags