ভোট মিটতেই অশান্তি পূর্ব বর্ধমানে।প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম গণেশ মালিক (৬০)।বাড়ি রায়নার সমসগ্রামে।রবিবার রাতে সমসপুর গ্রামে দু'পক্ষের মধ্যে চরম অশান্তি হয়।গণেশ মালিকের মাথায় আঘাত করা হয় বাঁশ দিয়ে।গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।মৃতের পরিবারের দাবী গণেশ মালিক তৃণমূল কংগ্রেসের সমর্থক।ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।