সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :-পাণ্ডবেশ্বরের পিওসিপি ঝাঁঝরা সাইডিং এর বেসরকারি নিরাপত্তারক্ষীরা দীর্ঘ ছয় মাস ধরে তাঁদের বকেয়া বেতন পাচ্ছেন না ।বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বেসরকারি নিরাপত্তারক্ষী দের। বেসরকারি নিরাপত্তা কর্মী শেখ আশরাফ জানান ,দীর্ঘ ছয় মাস তাঁরা তাঁদের বকেয়া বেতন পাচ্ছেন না ।ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি ।গত দশ দিন আগে ইসিএল কর্তৃপক্ষ তাদের কথা দিয়েছিলেন সমস্যার সমাধান হয়ে যাবে ।কিন্তু দশ দিন পেরিয়ে গেলেও সমস্যার কোনো সমাধান না হওয়ায় আজ বিক্ষোভে নামেন তারা ।সকাল থেকেই ইসিএলের ঝাঁঝরা সাইডিং এর পি ও সি পি র পরিবহনের গাড়িগুলিকে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান ।বিক্ষোভকারীদের দাবি ছ মাসের মধ্যে ইতিমধ্যেই তাদের কমপক্ষে চার মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে নইলে আন্দোলন চলবে বলে হুমকি দেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা ।এ ব্যাপারে ইসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।