নীলেশ দাস,আসানসোল:-নির্বাচনের আগে যেসব তৃণমূল নেতা নেত্রীরা এবং কর্মীরা, তৃণমূল ছেড়ে অন্য দলে গেছে। তাদেরকে যেন আর এই তৃণমূলে না নেয়।এই নিয়ে বিক্ষোভ করেন তৃণমূলেরই কর্মীরা।শুক্রবার আসানসোল বাজার সংলগ্ন তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থেকে তৃণমূলের একাংশেরা।এদিন ৩৮ নাম্বার ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ হাজরা বলেন, আমাদের দাবি নির্বাচনের আগে আসানসোল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা তৃণমূল ছেড়ে অন্য কোন দলের সাথে যুক্ত হয়েছে তাদেরকে যেন আর তৃণমূল কংগ্রেসে যোগ করানো না হয়। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বক্তব্য ও সায়নী ঘোষ আমাদের এখান থেকে দাঁড়িয়েছিল প্রার্থী রূপে সায়নী ঘোষ কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কোন পদে আবার ফেরানো হয়। যদি ফেরানো না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
অন্যদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাশন দাশু কে জিজ্ঞেস করলে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেসব কথা বলেছে সেটা কে আমি সমর্থন করি ও তারা ঠিকই বলেছে। অন্যান্য দল থেকে আমাকে অনেক ফোন করেছে দেখাও করেছে তৃণমূলের জয়েন করানোর জন্য কিন্তু তাদের তৃণমূল কংগ্রেসে কোন জায়গা নেই। জয়েন করানো যাবে না এটা নিশ্চিত। যদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি যদি বলেন তাহলে আমরা তৃণমূল কংগ্রেস এ জয়েন করবো।