নীলেশ দাস,আসানসোল:- নির্বাচনের ফল ঘোষণা হবার পর জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সন্ত্রাশের ভয়ে প্রায় একশো পরিবারের সদস্যরা বিজেপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে।ভীত সন্ত্রস্ত পরিবারের সদস্যদের ঘরে ফেরাবার দাবিতে বিজেপির আইন সেলের আইনজীবী পিযুশ কান্তি গোস্বামী জানান গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পর শাসকদলের কর্মীরা বিভিন্ন জায়গায় অত্যাচার শুরু করেছে, চারিদিকে বিজেপি কর্মীদের বাড়ী ভাঙ্গচুর করা হচ্ছে, কর্মীদের মারধোর করা হচ্ছে, থানাতে এফ আই আর নেওয়া হচ্ছে না। শুক্রবার সকালে আসানসোল দূর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনারের সাথে দেখা করে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন বিজেপির পিযুশ কান্তি গোস্বামী। ঘরছাড়া পরিবারের সদস্যদের ঘরে ফেরানো, সন্ত্রাস বন্ধ করা এবং থানায় এফ আই আর নেবার দাবি নিয়ে তারা কমিশনারের সাথে আলোচনা করেন এবং তিনি বলেন কমিশনার প্রতিশ্রুতি দিয়েছেন ঘটনা তদন্ত করে দেখবেন। থানাতে ডায়েরি নেওয়া এবং সন্ত্রাস বন্ধ করার ব্যাপারে পুলিশ প্রশাসন সচেষ্ট হবেন।