তনুশ্রী চৌধুরী,পানাগড়:- এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মতোই ভোটে জেতার পর সবার প্রথমে এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা করবেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং।পানাগড়ে এসে এমনটাই জানালেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং।দীর্ঘ ৪৪বছর পর জামুড়িয়া কেন্দ্রে জয়ী হন হরে রাম সিং।
শুক্রবার কোলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে জামুড়িয়া ফেরার পথে পানাগড় বাজারে তৃণমূল কর্মীদের সাথে সাক্ষাৎ করেন হরে রাম সিং। শুক্রবার বিকালে হরেরাম সিং পানাগড় বাজারে আসতেই তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল,কাঁকসা ব্লকের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং সহ অন্যান্যরা। পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের সাথে সাংগঠনিক আলোচনা করেন হরেরাম সিং।
তিনি বলেন গত ১০বছরে রাজ্যের পাশাপাশি জামুড়িয়াতেও উন্নয়নের কাজ হয়েছে ।সেই উন্নয়নই তাঁকে এবার ভোটে জয়ী করেছে।এছাড়াও নির্বাচনী প্রচারে তিনি এবার প্রতিটা বাড়ি ঘুরে এলাকার মানুষের সমস্যার কথা শুনেছিলেন।এলাকায় প্রধান সমস্যা যেটা ছিলো জলের সমস্যা। প্রচারে বেরিয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন ভোটে জিতলে তিনি সবার আগে জলের সমস্যা মেটানোর চেষ্টা করবেন।পাশাপাশি নতুন শিল্প গড়ে যাতে এলাকার বেকার যুবকরা কাজ পায় সেই চেষ্টা করবেন একই সাথে এলাকায় ভালো হাসপাতাল নেই। তাই এলাকার মানুষের সুবিধার জন্য সেখানে একটি হাসপাতাল তৈরি করার চেষ্টা করবেন যাতে কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য জামুড়িয়া থেকে রুগীকে নিয়ে আসানসোল যেতে না হয়।