তনুশ্রী চৌধুরী,পানাগড়:-দীর্ঘদিন ধরে বেহাল মেটিক্স সার কারখানা সংলগ্ন পানাগড় বাই পাশের সার্ভিস রোড।নির্বাচনের আগে বহুবার পানাগড় বাই পাশের সার্ভিস রোড মেরামত করা নিয়ে রাজনৈতিক নেতারা আন্দোলনে নামলেও আজও সেই সার্ভিস রোডের মেরামতের কাজ শুরু হলো না।রীতিমত নিত্যদিন সার্ভিস রোডের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হোচ্ছে যাত্রীবাহী বাস ও ভারী যানবাহনকে।জায়গায় জায়গায় দেখা দিয়েছে বড় বড় গর্ত।তার উপর দু এক পশলা বৃষ্টি হলেই জল জমছে গর্তে।রীতিমত মরণ ফাঁদে পরিণত হয়েছে পানাগড় বাইপাসের সার্ভিস রোড।পানাগড় বাজার থেকে একটি বাইপাসের সংযোগকারী রাস্তা এবং বাইপাসের সার্ভিস রোড ও মেটিক্স সার কারখানা সংলগ্ন আন্ডার পাশের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। পানাগড় থেকে বর্ধমান যেতে হলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হোচ্ছে মানুষকে। সমস্যার কথা স্বীকার করেছেন আউশগ্রাম দুনম্বর ব্লকের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ। তিনি জানিয়েছেন দুই জেলার ফাইল জমা পড়েছে ঠিকই তবে নির্বাচন এসে যাওয়ায় মেরামতের কাজ শুরু হয় নি। তবে দ্রুত যাতে রাস্তা মেরামতের কাজ শুরু হয় তার জন্য জেলা শাসকের কাছে তারা আবেদন করবেন বলে জানিয়েছেন।