তনুশ্রী চৌধুরী,পানাগড়:-দীর্ঘদিন ধরে বেহাল পানাগর বাইপাসের সার্ভিস রোড। সার্ভিস রোড বেহাল হয়ে পড়ায় নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছিল এলাকার মানুষকে। একদিকে বেহাল রাস্তা ধুলোতে যেমন বাইপাস এলাকার বাসিন্দাদের সমস্যা দেখা দিয়েছিল। তেমনি বাইপাসের সার্ভিস রোড দিয়ে যান চলাচলে সমস্যা সৃষ্টি হয় নিত্যদিন ভারী গাড়ি সার্ভিস রোডের উপর বিকল হয়ে পড়ে। এলাকাবাসীর আন্দোলনের জেরে অবশেষে কোলকাতাগামী সার্ভিস রোডে যানচলাচল বন্ধ করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এলাকাবাসীর দাবি মত যতদিন না পানাগড় বাইপাসের হাসপাতাল মোড়ের আন্ডারপাস থেকে মাস্টার পাড়ার আন্ডারপাস পর্যন্ত বেহাল সার্ভিস রোড মেরামত হোচ্ছে, তত দিন অনির্দিষ্ট কালের জন্য বাইপাসের সার্ভিস রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।