তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-শনিবার থেকে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার জন্য কাঁকসা থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক জন ব্যবসায়ীকে আটক করল। পাশাপাশি বিকেল থেকেই পানাগর বাজারের বিভিন্ন এলাকায় মাইকিং করে সরকারি নির্দেশ মানার জন্য এলাকার বাসিন্দাদের ও ব্যবসায়ীদের মধ্যে প্রচার করলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।
পাশাপাশি,কাঁকসার প্রয়াগপুর মোড়ে শনিবার সন্ধ্যায় সরকারি নির্দেশিকা না মেনে যে সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলে রাখে সেই সমস্ত দোকান গুলি কে বন্ধ করল কাঁকসা থানার পুলিশ। এছাড়াও মাক্স ছাড়া যে সমস্ত মানুষ রাস্তায় অযথা ঘুরে বেড়ায় তাদের মাক্স পড়ার কথা বলার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সাবধানে এবং সচেতন থাকার কথা বলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।