তনুশ্রী চৌধুরী,পানাগড়:- করোনার ভ্যাকসিন না থাকার জন্য পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ রয়েছে টিকাকরণ। সকাল থেকেই পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়ার জন্য বহু মানুষ ভিড় জমান। তবে ভ্যাকসিন সরবরাহ না থাকার কারণে আপাতত করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য নোটিশ জারি করেছে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কবে থেকে ফের সাধারণ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। ফলে বহু সাধারণ মানুষকে শনিবার পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে ফিরে যেতে হয়।