নীলেশ দাস, আসানসোল:-করোনা সংক্রামিত মুমুর্ষ রোগীকে জরুরি ভিত্তিতে অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ করে চারদিন পর ফেরত চাইতে গিয়ে হেনস্থা হতে হলো রেড ভলেন্টিয়ার্স সদস্যদের ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশীলা কলোনির শিমূলতলা অঞ্চলে ৷
ওই অঞ্চলের এক বহুতল আবাসনের বাসিন্দা সুকান্ত চ্যাটার্জি (৭৬) বর্তমানে করোনা সংক্রামিত হওয়ার পাশাপাশি প্যানক্রিয়াস সংক্রমণে ভুগছেন ৷ স্বাভাবিক ভাবেই তার অক্সিজেন সার্পোটের প্রয়োজন হয়ে পড়ে ৷ পরিবারের সদস্যরা পরিস্থিতি অনুসারে অক্সিজেন সরবরাহের সহযোগিতা চেয়ে সামাজিক মাধ্যমে পোষ্ট করে ৷
সামাজিক মাধ্যম থেকে খবর জানতে পেরে রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা ওই পরিবারের সাথে যোগাযোগ করে ৷ গত ১৬ মে ফেরত যোগ্য ৫০০০ টাকা ও প্রতিদিন ৫০ টাকা ভাড়া হিসাবে মৌখিক চুক্তিতে অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ করে ৷ কিন্তু ২০ মে রেড ভলেন্টিয়ার্সরা তাদের দেওয়া অক্সিজেন সিলিণ্ডার ফেরত নিতে এলে তাদের রোগীর পরিস্থিতি স্বাভাবিক নেই বলে চ্যাটার্জি পরিবার সিলিণ্ডার ফেরত দিতে অস্বীকার করে ৷ একই সাথে ঘরের মুখ্য দরোজা তালা মেরে বন্ধ করে দেয় ৷
রেড ভলেন্টিয়ারের সদস্যরা রোগীর পরিস্থিতি চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করালেও পরিবারের অন্যন্য সদস্যরা তা মানতে রাজি হয়নি ৷ এই বিষয়ে রোগী সুকান্ত চ্যাটার্জির দাদা অমিতাভ চ্যাটার্জি অভিযোগ করে বলেন,রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করছে ৷ পাশাপাশি অক্সিজেনের সহায়তা ছাড়া রোগীর শারীরিক অবস্থার অবনতি হবে ৷ এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিণ্ডার ফেরত দেওয়া সম্ভব নয় ৷ যদিও রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ারও সহায়তা করবেন বলেও প্রতিশ্রুতি দেন ৷
রেড ভলেন্টিয়ার্সদের তরফে অবশ্যই এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তারা শুধু উইন্ডো পিরিয়ডের জন্যই অক্সিজেন পরিষেবা দিয়ে থাকেন। কিন্তু এই রোগের যা অবস্থা তাতে তাকে শীঘ্রই হাসপাতালে ভর্তি করা দরকার। কিন্তু সে কথা শুনছেন না পরিবার। উল্টে চারদিন পরে সিলিন্ডার আটকে রেখেছেন। রেড ভলেন্টিয়ার্সেরই এক সদস্য ডাক্তার কুলস্থ আচার্য জানান, রোগীর কাগজপত্র খতিয়ে দেখে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। তবে অক্সিজেন খুলে নেওয়ার পরেও রোগীর স্যাচুরেশন লেভেল নব্বইয়ের নিচে নামেনি।
অন্যদিকে ওই পরিবার অবশ্য রেড ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে। যদিও রেড ভলেন্টিয়ার্স সদস্য তথা এসএফআই নেতা মিহির চক্রবর্তীর দাবি, দুর্ব্যবহার করেছে ওই পরিবারই।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রেড ভলেন্টিয়ার্স। যদিও রোগীর জন্য ইতিমধ্যেই অন্য একটি সিলিন্ডারের ব্যবস্থা করেছে পৌরনিগম।পাল্টা রেড ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রোগীর পরিবারও।