তনুশ্রী চৌধুরী,পানাগড়:- করোনা আবহে এলাকার মানুষের সুবিধার জন্য বিশেষ করে করোনা পজিটিভ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাঁকসা ব্লক প্রশাসনের হাতে একটি অ্যাম্বুলেন্স তুলে দিলেন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। শুক্রবার পানাগড়ের গুরুদুয়ারার সামনে থেকে অ্যাম্বুলেন্স টি উদ্বোধন করেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ এবং কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হরজিত সিং নিক্কি জানিয়েছেন গত কয়েকদিন আগে কাঁকসার বিডিও অফিসে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে সিদ্ধান্ত হয় করোনা আবহে অসহায় মানুষদের সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সেইমতো কাঁকসার ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কাঁকসা ব্লক প্রশাসনের হাতে একটি অ্যাম্বুলেন্স তুলে দেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
জানা গেছে এম্বুলেন্স টি আপাতত পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাখা হবে। অসহায় মানুষদের সুবিধার জন্য ওই এম্বুলেন্সে পরিষেবা দেওয়া হবে