ওয়েবডেস্ক:-মৃত্যুপুরী থেকে আমেরিকা এখন স্বস্তিপুরী হতে চলেছে। গত পাঁচ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে।জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে বলছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ২৯,১০০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গত বছর জুনের পর এই প্রথম আমরিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা টানা পাঁচ দিন ধরে ৩০ হাজারের নিচে নেমে গিয়েছে।
করোনাকে গোড়ায় গুরুত্ব না দিতে গিয়ে মস্ত বড় ভুলটা করে ফেলেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছিলেন।করোনায় মৃতদের শেষকৃত্য করার জায়গার অভাবে পড়ে যাচ্ছিল আমেরিকার কিছু প্রদেশে। কিন্তু টিকাকরণের জাদুতে করোনায় সেরে ওঠার মুখে জো বাইডেনের দেশ।
দেশে দৈনিক গড় মৃত্যু এখন ৫৫২ জন। করোনা অতিমারী শুরুর পর থেকে আমেরিকায় আজ পর্যন্ত ৫ লক্ষ ৮৮ হাজার জন মারা গিয়েছেন। টিকাকারণে দারুণ সাফল্য দেখিয়েছে জো বাইডেন প্রশাসন। আমেরিকার ৪৮% নাগরিক টিকার অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছে।
দেশের ৩৮ শতাংশ মানুষের পুরোপুরি টিকাকরণ করা সম্ভবপর হয়েছে। জুলাইয়ের ৪ তারিখের মধ্যে আমেরিকা দেশের ৭০ শতাংশ নাগরিককে অন্তত একটা করে ভ্যাকসিনের ডোজ দিয়ে ফেলে সুরক্ষিত থাকতে চায়।