প্রতিনিধি,ভাতার:- বেলাগাম করোনায় বেসামাল ভ্যাক্সিন।ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পার হয়ে যাচ্ছে। তবুও কোভিড ভ্যাক্সিন মিলছে না।
পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস স্বাস্থকেন্দ্রে দেওয়া হচ্ছে করোনা ভ্যাক্সিনের সেকেণ্ড ডোজ। বনপাস অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষজন ভ্যাক্সিনের জন্য সকাল ৭ থেকে লাইন দেন ,কেউ আবার ভোর ৪ টে থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। স্বাস্থ্য কেন্দ্র খোলার আগে থেকেই ছিলো লম্বা লাইন, স্বাস্থ্য কেন্দ্র খোলার পর ঘোষণা করা হয় আজ ১০০ জনকে শুধুমাত্র এই ভ্যাক্সিন দেওয়া হবে এবং যাদের প্রথম ডোজ ৫০ দিন আগে নেওয়া হয়েছে শুধু তাদের কেই সেকেন্ড ডোজ দেওয়া হবে।
শনিবার তাই অনেককেই ভ্যাক্সিন না পেয়ে বাড়ি ফিরলেন। ভ্যাক্সিন না পাওয়া অনেকেই বয়স ৭০ থেকে ৭৫ বছর। তাদের অভিযোগ সকাল ৭ টা থেকে ৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর শুনছি আজ আমাদের ভ্যাক্সিন দেওয়া হবে না।কারণ স্বাস্থ্য কেন্দ্রে নামের লিস্ট ভুল করায় তাতে আমাদের নাম নেই।স্বাস্থ্যকর্মী মোহন ভট্টাচার্য জানান যে এই ধরনের ভুল আর হবে না এবং পরের বার তিনি নিজেই নামের লিস্ট তৈরি করবেন।