প্রতিনিধি,বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলায় কোভিড সংক্রমণের গ্রাফ উদ্ধমুখী। বর্ধমান শহরেও হু হু করে বারছে কোভিড সংক্রমণ।সংক্রমণ যাতে আরো বেশি ছড়িয়ে পড়তে না পারে তারজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ।আংশিক লোকডাইনে যে নির্দেশিকা জারি রয়েছে তাতে বলা হয়েছে সকাল ৭থেকে ১০ টা এবং বিকেল ৫টে থেকে সন্ধ্যে ৭পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তারপরেও দেখা যাচ্ছে বর্ধমান শহরে অনেক জায়গাতেই নিয়ম বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে খুলে রাখা হচ্ছে দোকানপাঠ।শনিবার দুপুরে বর্ধমান থানার পুলিশ বর্ধমান কোর্ট চত্বরে অভিযান চালিয়ে বেশকয়েকটি খোলা দোকান বন্ধ করে দেয়।